• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট ৭

ট্রেনের প্ল্যাটফর্মে একসঙ্গে ঢোকার চেষ্টা করতে গিয়ে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি হয়। এতে কয়েকজন যাত্রী নিচে পড়ে গিয়ে আহত হন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রবিবার সন্ধ্যায় বর্ধমান রেলস্টেশনে ট্রেন ধরতে হুড়োহুড়ি। ঘটনায় পদপিষ্ট হয়ে অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দুর্ঘটনার কারণে স্টেশনে আতঙ্ক ছড়িয়েছে এবং ট্রেন চলাচলও কিছু সময়ের জন্য ব্যাহত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ ও রেলকর্মীদের সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার সময় স্টেশনে যাত্রীদের ভিড় একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ট্রেনের প্ল্যাটফর্মে একসঙ্গে ঢোকার চেষ্টা করতে গিয়ে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি হয়। এতে কয়েকজন যাত্রী নিচে পড়ে গিয়ে আহত হন। প্রাথমিকভাবে সাতজন জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।

Advertisement

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে এখনও কয়েকজন চিকিৎসাধীন। ঘটনার পর পুলিশ স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে এবং যাত্রীদের সতর্ক করা হচ্ছে।

Advertisement

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, একই সময়ে ৪, ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তিনটি ট্রেন। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনা ঘটে। সংকীর্ণ সিঁড়ি ও অতিরিক্ত যাত্রীদের চাপেই একে একে আহত হন অন্তত সাতজন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের পদপিষ্টের ঘটনা এড়াতে ভবিষ্যতে প্ল্যাটফর্মে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে। এদিকে, আহতদের পরিবার আতঙ্কিত, নিজের প্রিয়জনদের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।

Advertisement