বালুরঘাটে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন জমিদাতারা। তাঁদের অভিযোগ, কর্পোরেশন প্রতিশ্রুতি দিয়েও তাঁদের চাকরি দেয়নি। তাঁরা বলেন জমি দেওয়ার পরিবর্তে তাঁদের চাকরি পাওয়ার কথা। এই বিক্ষোভের ফলে গোডাউনে সারাদিন কোনও কাজকর্ম হয়নি। তবে ফুড কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া চলছে।
সূত্রের খবর, প্রায় দশ বছর আগে বালুরঘাটের চকভৃগু এলাকায় কৃষকদের থেকে প্রায় একশো বিঘা জমি নেয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিল, ওই ত্রিশ জন জমিদাতাকে চাকরি দেওয়া হবে। জমিদাতারা জানিয়েছেন, এই নিয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। এদিকে গোডাউন নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, তাই জমিদাতারা ফুড কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু কর্তৃপক্ষ কোনও সদুত্তর না দিয়ে তাঁদের ঘোরাচ্ছিলেন। সে কারণেই ওই জমিদাতারা একত্রিত হয়ে গোডাউনে গিয়ে তার গেটে তালা লাগিয়ে দেন। গোডাউনের কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। তাঁদের চাকরি না দিলে গোডাউনের কাজ সম্পূর্ণ করতে দেবেন না বলে জমিদাতারা জানিয়েছেন।
অন্যদিকে গোডাউন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, গোডাউন নির্মাণের কাজ শেষ হতে এখনও প্রায় দু’মাস সময় লাগবে। তারপরই যোগ্যতা অনুযায়ী জমিদাতাদের চাকরি দেওয়া হবে। এর জন্য অন্তত দু’মাস সময় লাগবে। কিন্তু জমিদাতারা তা শুনতে রাজি নন। তাঁদের বিক্ষোভে ১০০ জন শ্রমিক কাজ করতে পারেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।