• facebook
  • twitter
Wednesday, 9 July, 2025

কালনা-বাঁকুড়া সরকারি বাসের উদ্বোধন

যাত্রীদের দীর্ঘ দিনের দাবি মেনে শনিবার পূর্ব বর্ধমানের কালনা মহকুমার পূর্বস্থলী থেকে বাঁকুড়া যাতায়াতের বাস পরিবহন পরিষেবা চালু হল।

যাত্রীদের দীর্ঘ দিনের দাবি মেনে শনিবার পূর্ব বর্ধমানের কালনা মহকুমার পূর্বস্থলী থেকে বাঁকুড়া যাতায়াতের বাস পরিবহন পরিষেবা চালু হল। এদিন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সায়ক দাস। ছিলেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, সংস্থার মহা নির্দেশক প্রনব কুমার ঘোষ, পূর্বস্থলী – ১ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যান্যরা।

এদিন পূর্বস্থলীর হেমায়েতপুর থেকে ভায়া বর্ধমানের কুসুমগ্রাম হয়ে বাঁকুড়া পর্যন্ত বাস পরিষেবা চালু হলো। হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে বাসযাত্রা শুরু করা হয়। এর আগে ওই এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথের প্রচেষ্টায় বাসস্ট্যান্ড গড়ে তোলা হয়েছিল। বাসের উদ্বোধন করে মন্ত্রী বলেন, হেমায়েতপুর বাসস্ট্যান্ড হলো গেটওয়ে অফ উত্তরবঙ্গ। নবদ্বীপ থেকে বাস ছাড়লেও এখানে এসে দাঁড়ায়। তাই এখান থেকে আরও বাস চলাচলের প্রস্তাব রাখা হয়েছে। তিনি এ ব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডলের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে হেমায়েতপুর থেকে বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীরা বাড়তি সুবিধা পাবেন বলে দাবি করেছেন। মন্ত্রী হেমায়েতপুর থেকে বীরভূমের তারাপীঠ পর্যন্ত বাস পরিবহন চালু করার জন্য নতুন করে প্রস্তাব রেখেছেন।