• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারত-বাংলাদেশ সীমান্তে ৩ কোটির মাদক উদ্ধার

গোয়েন্দারা মনে করছেন, আন্তর্জাতিক মাদক পাচারকারীরা এখন নতুন পথে ভারতের বাজারে মাদক প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে।

প্রতীকী ছবি

ভারত-বাংলাদেশ সীমান্ত মুর্শিদাবাদের লালগোলার আটারশিয়া এলাকা থেকে উদ্ধার হল মেক্সিকান মাদক মেসকালাইন। বিএসএফের হাতে উদ্ধার ওই মাদকের পরিমাণ প্রায় ৫০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।বিএসএফ সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে বিশেষ একটি সূত্রে তারা খবর পায়, বাংলাদেশ থেকে ভারতে ‘বিশেষ’ মাদক পাচারের চেষ্টা চলছে। সঙ্গে সঙ্গে আটারশিয়া সীমান্তে নজরদারি বাড়ানো হয়। গভীর রাতে দেখা যায়, সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতের ভূখণ্ডের দিকে কয়েক’টি প্যাকেট ছুড়ে দিচ্ছে কয়েক জন। পাচারকারীদের ধরতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল। সঙ্গে সঙ্গে তল্লাশি চালিয়ে ৫টি প্যাকেট উদ্ধার করে তারা।

প্রাথমিক পরীক্ষায় জানা যায়, প্যাকেটে থাকা সাদা গুঁড়োর মতো জিনিসটি মেক্সিকোর নিষিদ্ধ মাদক মেসকালাইন। মেক্সিকোর পিওট নামক ক্যাকটাস থেকে এটি তৈরি হয়। মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টি করে এই মাদক। আন্তর্জাতিক বাজারে প্রতি গ্রাম মেসকালাইনের দাম ৬০ হাজার টাকারও বেশি। এমন মাদক উদ্ধারের কথা জানতে পেরে তদন্ত শুরু করেছে এনসিবি।এনসিবি সূত্রে খবর, গত কয়েক মাসে দিল্লির গুরুগ্রাম এবং মুম্বইয়ের অভিজাত পার্টিতে ওই মাদক ছিল বেশ কয়েক জনের কাছে। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্তের মতো প্রত্যন্ত এলাকায় মেসকালাইনের অস্তিত্ব উদ্বেগ বাড়িয়েছে তদন্তকারীদের। এনসিবি-র এক আধিকারিক বলেন, ‘‘মেসকালাইন সাধারণত আমেরিকা বা ইউরোপের বাজারকে লক্ষ্য করে পাচার করা হয়। ভারতের গ্রামীণ এলাকায় এমন মাদক উদ্ধারের ঘটনা চিন্তার। পাচারচক্র নিয়ে তদন্ত আরও জোরদার হয়েছে।’’ গোয়েন্দারা মনে করছেন, আন্তর্জাতিক মাদক পাচারকারীরা এখন নতুন পথে ভারতের বাজারে মাদক প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে।

Advertisement

Advertisement

Advertisement