• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তৃণমূল নেতার ভাইঝির শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

তৃণমূল নেতার ভাইঝিকে শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরজি কর কাণ্ডের পর সিভিক ভলান্টিয়ারদের নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য। সিভিকদের তথ্য নিয়েও ডেটাবেস বানানো হচ্ছে। এরই মধ্যে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়ার। তৃণমূল নেতার ভাইঝিকে শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকার। পুলিশ সূত্রে খবর, দিন দশেক আগে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তৃণমূল নেতার ভাইঝিকে শ্লীলতাহানির চেষ্টা করে। অভিযোগ পাওয়ার পরই তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

এর আগে জলপাইগুড়িতে ব্রাউন সুগার-সহ এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার কিশোর রায় বাসে চেপে জলপাইগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে মাঝপথে মাদক সেবন করছিল সে। গোটা বিষয়টি দেখে ফেলেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

এলাকাবাসী ব্রাউন সুগার-সহ হাতেনাতে ধরে ফেলে ওই সিভিক ভলান্টিয়ারকে। এই ঘটনার পর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় জলপাইগুড়ির কোতুয়ালি থানায়। থানা থেকে পুলিশ এসে সিভিক ভলান্টিয়ার কিশোর রায়কে আটক করে। পরে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।

প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হলে তরুণী চিকি‍ৎসকের মৃতদেহ পাওয়া যায়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারও করে পুলিশ। তারপর থেকেই রাজ্যের নানা প্রান্তে সিভিকদের দৌরাত্মের খবর সামনে আসছে।

Advertisement