মধ্যরাতে কাঠের মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই ঘটনায় কাঠ মিলের মেশিন সহ কয়েক লক্ষ টাকার কাঠ পুড়ে যায়। তবে কীভাবে এই আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি। দমকলকর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকার ওই কাঠের মিলে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে। রাত ১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। তাঁরাই দমকলে খবর দেন। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কাঠ মিলের মালিক জানিয়েছেন, শুক্রবার সকাল পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করেছে।
Advertisement
Advertisement
Advertisement



