• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের উদ্ধার ট্রলিব্যাগ, ভিতরে খণ্ড করে কাটা দেহ

ফের ট্রলিব্যাগে দেহ ভরে প্রমাণ লোপাটের চেষ্টা। কলকাতার পর এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে লাল একটি ট্রলিব্যাগে উদ্ধার হয়েছে এক প্রৌঢ়ার দেহ।

ফের ট্রলিব্যাগে দেহ ভরে প্রমাণ লোপাটের চেষ্টা। কলকাতার পর এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে লাল একটি ট্রলিব্যাগে উদ্ধার হয়েছে এক প্রৌঢ়ার দেহ। জানা গিয়েছে, ঘটনাস্থলের পাশেই বাইপাস সড়ক। সেই সড়কের ধারে থাকা ভুট্টা খেত থেকে উদ্ধার হয়েছে ট্রলিব্যাগটি। শুক্রবার সকালে এক ব্যক্তি ওই রাস্তা ধরে যাওয়ার পথে ভুট্টা খেতে ট্রলিব্যাগটি প্রথম লক্ষ্য করেন। তাঁর সন্দেহ হতেই স্থানীয় লোকেদের ডেকে এনেছিলেন। ট্রলি খুলতেই দেখা যায় খণ্ড খণ্ড করে কেটে রাখা একটি দেহ। এরপরই তাঁরা পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশ ট্রলিব্যাগটি উদ্ধার করে দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান, মৃতের বয়স ৪৫ বছর। তবে মৃতের পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকেরা কেউ দেহটি শনাক্ত করতে পারেননি। তাঁদের ধারণা মৃত ব্যক্তিটি তাঁদের এলাকার নন। তাঁকে অন্য কোথাও খুন করে ট্রলিতে ভরে এই ভুট্টার খেতে ফেলে রেখে যাওয়া হয়েছে। রাতের অন্ধকারে বা ভোরের দিকে খুনি দেহ লোপাটের চেষ্টা করেছেন। কারণ ওই সময় এই রাস্তায় মানুষের আনাগোনা কম থাকে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। দেহটি কার? কে বা কারা দেহটি ভুট্টা খেতে ফেলে রেখে গিয়েছে? এই সকল প্রশ্নের জট খোলার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে এবং ঘটনার কিনারা করা সম্ভব হবে। চলতি বছরে পর পর ট্রলিব্যাগে করে দেহ লোপাটের ঘটনা সামনে এসেছে। এর আগে খাস কলকাতায় আহিরীটোলা ঘাটে এভাবেই এক প্রৌঢ়ার দেহকে খন্ড খন্ড করে ট্রলিতে ভরে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মা ও মেয়ে। স্থানীয়দের হস্তক্ষেপে তাঁরা ধরা পড়ে যান। তবে ইসলামপুরের এই ঘটনায় স্থানীয়রা কেউ কিছুই বলতে পারছেন না। ফলে এই নৃশংস হত্যাকারীকে খুঁজতে বেগ পেতে হতে পারে বলে মনে করছে পুলিশ।

Advertisement

Advertisement