ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ঘটনা। হাতাহাতিতে জখম হয়েছেন ৪ জন। তাঁরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ।
ইসলামপুরের মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মেহবুব আলম ও স্থানীয় তৃণমূল নেতা শাহনওয়াজ আলমের মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা রয়েছে। অভিযোগ, কয়েকদিন আগে মেহবুব আলম ও তাঁর লোকজন ড্রেনে জল ফেলতে বাধা দেয় অপরপক্ষ। শুক্রবার রাতে সেই জল ফেলা নিয়েই মেহবুব ও শাহনওয়াজের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। চারজন জখম হন এই ঘটনায়।
Advertisement
তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান মেহবুব আলম বলেন, পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। শাহনওয়াজের ভাইয়ের স্ত্রী পঞ্চায়েতের সদস্য হলেই সবকিছুই ওই করে। আমার বাড়িতে হামলা চালানোর পরিকল্পনা হয়েছিল। ড্রেনের জল জমিতে পড়ায় ওই জমির মালিকের ক্ষতি হচ্ছিল। তাই তিনি প্রতিবাদ জানিয়েছেন। এর পিছনে আমার বা অনুগামীদের কোনও হাত নেই।
Advertisement
Advertisement



