• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

কালনার বইমেলায় পড়ার অভ্যাস গড়ে তোলার ডাক মন্ত্রীর

মেলা উপলক্ষে এবার বইপ্রেমিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলা আর্কষণীয় করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এবার।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মোবাইল আর ইন্টারনেটের দৌলতে বই পড়ার অভ্যাস ক্রমশ কমছে। তাই এবার সরকারি উদ্যোগে আয়োজিত বই মেলা প্রাঙ্গণ থেকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান হলো। রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কালনায় বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজির অতিথিরা বার বার সেই ডাক দিলেন। বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

মেলা উপলক্ষে এবার বইপ্রেমিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলা আর্কষণীয় করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এবার। রাজ্যের বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল খোলা হয়েছে। মেলার শুরু থেকেই ভিড় দেখে সকলেই আশাবাদী এবার বই বিক্রি বাড়বে। মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় কালনা শহর জুড়ে। ওই শোভাযাত্রা থেকেও বই পড়ার জন্য সকলের কাছে আবেদন রাখা হয়েছে।

Advertisement

শোভাযাত্রায় হুডখোলা গাড়িতে করে ঘোরেন অভিনেত্রী মোনা দত্ত। বই মেলার উদ্বোধন করে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, রামমোহন, বিদ্যাসাগরদের মতো মনীষীরাই বাংলা ও বাঙালিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তাই বাঙালির অপমান মানে গোটা জাতির অপমান।’ একই সঙ্গে তিনি বই পড়ার অভ্যাস বাড়ানোর জন্য আবেদন রাখেন সকলের কাছে। এ ব্যাপারে পৌরসভার কাছে বেশ কয়েকটি প্রস্তাব রাখেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক অমর মিত্র। এবছর মেলার বিভিন্ন দিনে বিভিন্ন মনীষীর নামে মঞ্চের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামূলক প্রতযোগিতা।

Advertisement

Advertisement