৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই বৃদ্ধা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি থানা এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা তাঁর মেয়ে ও নাতির সঙ্গে নিজের বাড়িতেই থাকেন। বৃদ্ধার নাতির অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁর মা আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। ফিরতে দেরি হওয়ায় মেয়ের খোঁজে বেরিয়েছিলেন বৃদ্ধা। বৃদ্ধার নাতি জানান, মঙ্গলবার রাতে তাঁর ঘুম ভাঙলে দেখেন, দিদার ঘরের দরজা খোলা। রাতে এদিক ওদিক খুঁজেও দিদার খোঁজ পাননি তিনি। এরপর বুধবার সকালে ফের দিদার খোঁজে বের হন। সেই সময় বাড়ি থেকে কিছুটা দূরেই চাষের জমিতে বিবস্ত্র অবস্থায় দিদাকে পড়ে থাকতে দেখেন তিনি।
এরপর বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁর নাতি। নির্যাতিতা বৃদ্ধা নাতিকে জানান, মেয়েকে খুঁজতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। তখনই পাশের বাড়ির যুবক তাঁকে তুলে নিয়ে যায় চাষের জমিতে। সেখানেই তাঁকে ধর্ষণ করে ওই যুবক। ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধার নাতি। বুধবারই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।