লোকালয়ে হাতির তাণ্ডবে বিপর্যস্ত ময়নাগুড়ি। এদিন ময়নাগুড়ির এক নম্বর ওয়ার্ডে একটি হাতি ঢুকে পড়ে। স্বভাবতই এলাকায় আতঙ্ক তৈরি হয়। গত কয়েকদিনে একাধিক এলাকায় হাতির হানায় মৃত্যুর খবর সামনে এসেছে। এদিন সকালে হাতি লোকালয়ে ঢুকতেই গ্রামবাসীরা তাড়াতে উদ্যত হয়। হাতির খবর করতে অনেকেই উপস্থিত ছিলেন এলাকায়, তখনই গুরুতর আহত হন একজন সাংবাদিক।
বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, ওই হাতি জলপাইগুড়ি বনবিভাগের নাথুয়া রেঞ্জের। শনিবার সকালে একটি হাতি জলঢাকা নদী পার হয়ে প্রথমে আমগুড়ি শহর এবং পরে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পেটকাটি এলাকায় প্রবেশ করে। বন্য পশুর আগমনের খবর পেয়ে সেখানে ভিড় করেন উৎসুক জনতা ও সংবাদকর্মীরা। হাতিটির গতিবিধি নিয়ে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিলিগুড়ি থেকে প্রকাশিত একটি সংবাদপত্রের সাংবাদিক বাণীব্রত চক্রবর্তী।
Advertisement
হঠাৎ হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে পড়ে যান তিনি, যার ফলে গুরুতর আঘাত পান। উপস্থিত অন্যান্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরে বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement
হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। হাতিটিকে বাগে আনতে কালঘাম ছোটার জোগাড় বনদপ্তরের। হাতিটি লুকিয়ে ছিল একটি স্কুলের পিছনে। ভয়ার্ত হাতি আরও উন্মাদ, সেই আতঙ্কে গোটা গ্রাম জুড়েই আতঙ্কের পরিবেশ। এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারাও।
Advertisement



