জঙ্গলে কাটা শালগাছ ডিপোতে নিয়ে আসার সময় ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালক সহ দুজনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় রেঞ্জের ঝিটকার জঙ্গলের বাবুরবাঁধ মোড় এলাকায়। বনদফতর ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বাপি সবর (৪০) ও বিশ্বরূপ সবর (৩২)। মৃত দুজনের বাড়ি ঝিটকা গ্রামে।
বনদফতর সুত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ভুমিজধানশোল বনকমিটির ভুমিজধানশোল মৌজা এলাকায় বনদফতরের পক্ষ থেকে শাল জঙ্গল কাটা হয়েছে। এদিন কাটা শালগাছগুলি ট্রাক্টরে করে ঝিটকা বিটের ডিপোতে আনার সময় বাবুরবাঁধ মোড় এলাকায় ট্রাক্টরটি উল্টে যায়। ট্রাক্টরের চালক বাপি সবর ও এক শ্রমিক বিশ্বরূপ সবর গুরুতরভাবে আহত হন। এছাড়াও আরও দুই শ্রমিকের অল্পবিস্তর আঘাত লাগে। পরে তাদেরকে স্থানীয় মানুষজন ও লালগড় থানার পুলিশ উদ্ধার করে প্রথমে লালগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। আহত দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।