রবীন্দ্র সংগীতের আসর আয়োজনে রূপমঞ্জরী

Written by SNS April 15, 2024 2:04 pm

নিজস্ব প্রতিনিধি, ১৪ এপ্রিল — সম্প্রতি বসন্তের সন্ধ্যায় রবীন্দ্র সংগীতের এক অনাবিল আনন্দে মেতে উঠল শহর কলকাতা৷ রূপমঞ্জরী-র আয়োজনে কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত হল রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান৷ যার নাম ছিল কবিরে দাও ডাক৷ সমবেত কণ্ঠে রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়৷ যার পরিচালনায় ছিলেন শুভেন্দু ঠাকুর৷ এরপর ‘বসন্তে বসন্তে’ কথায় ও গানে মঞ্চে সুন্দর যুগলবন্দী পরিবেশন করেন আবৃত্তি শিল্পী প্রণতি ঠাকুর ও সুকুমার ঘোষ৷ সঙ্গে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী মহুয়া সুর ও অনন্যা চৌধুরী৷ একক রবীন্দ্র সংগীতের অসাধারণ জাদুতে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শ্রাবণী সেন, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় ও অলোক রায় চৌধুরী৷ শিল্পীদের সাথে বাদ্যযন্ত্রে যে সকল শিল্পী সহযোগিতা করেন সিতাংশু মজুমদার, অম্লান হালদার, স্বপন অধিকারী ও টুটুন গুহ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হীরালাল শীল ও শ্রীময়ী৷ ছবি – অরিন্দম ভট্টাচার্য