এই প্রথমবার দুর্গাপুরে খুলে গেলো মেট্রোপলিটন ভেটেরিনারি অ্যাডভান্সড ক্লিনিক যা পোষ্য প্রাণীদের জন্য এক ছাদের নিচে সবকিছুর সমাধান। এটি একটি অত্যাধুনিক ভেটেরিনারি ক্লিনিক যেখানে পোষ্য প্রাণীদের সঠিক আধুনিক চিকিৎসার সঙ্গে রয়েছে প্রসাধনী, সাজগোজের সরঞ্জাম, অভিজাত মানের পোষ্য খাদ্য সরবরাহর ব্যবস্থা।
এই উদ্যোগে সেদিন সামিল হতে ছিলেন জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। যার কাছে পোষ্যরা অত্যন্ত প্রিয় এবং সাধুবাদ জানালেন ক্লিনিকের উদ্যোক্তাদের যেহেতু অবলা প্রাণীদের পাশে থাকার এরকম প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। এই ক্লিনিকটি অবস্থিত বেঙ্গল অম্বুজার উর্বশী হাউসিং দুর্গাপুর।
Advertisement
Advertisement
Advertisement



