বাচিক শিল্পের উল্লেখযোগ্য সংস্থা ‘রক্তকরবী’ পথ চলা শুরু করেছিল দশ বছর আগে। এই সময়ের মধ্যে সংস্থাটির কাজকর্ম ও বাচিক শিল্পের চর্চা ক্রমশ প্রসারিত হয়েছে। সেইসঙ্গে বেড়েছে সদসো সংখ্যাও। বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের সঙ্গেও নিজেকে যুক্ত করেছে ‘রক্তকরবী’। এই সংস্থার সম্পাদক নন্দিনী লাহা নিজে একজন গুণী শ্রুতিনাট্য শিল্পী এবং নৃত্যকলাতেও পারদর্শী। আর সংস্থার প্রধান উপেদষ্টা কবি ও গবেষক কেতকী প্রসাদ রায়। এঁদের নিরন্তর প্রয়াসে যুক্ত হয়েছেন বহু মানুষ। ‘রক্তকরবী’র নানা অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখ করার মতো।
দশম বর্ষ পূর্তি উপলক্ষে ‘রক্তকরবী’র পক্ষ থেক ১০টি অনুষ্ঠান করার মধ্য দিয়ে উৎসব করার পরিকল্পনা করা হয়েছে। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে গেল গত ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন ভাষাবিদ অধ্যাপক পবিত্র সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গবেষক পার্থসারথি গায়েন, বাচিকশিল্পী কাজল সুর। সংগীত শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। ছিলেন কবি পিণাকী রায়, আবৃত্তি শিল্পী সম্রাট দত্ত, সঙ্গীতশিল্পী তুষার দে, কবি সাতকর্ণী ঘোষ প্রমুখ। অন্য কয়েকটি বাচিকশিল্প সংস্থাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তারা হল, বাদ্যকর, কলকাতার যীশু, যাদবপুর কথা ছন্দ, স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ ও স্বরশ্রুতি কালচারাল একাডেমি। ‘রক্তকরবী’র সদস্যরাও আবৃৃত্তি ও শ্রুতিনাটক পরিবেশন করেন।
Advertisement
Advertisement
Advertisement



