• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টাইগারের প্রচেষ্টা

টাইগার কৃতি জুটিকে ফের খুব রূপোলি পর্দায় দেখতে পাওয়া যাবে। বিকাশ বহেলের পরিচালনায় গণপত ছবিতে কৃতী শ্যানন ও টাইগার শ্রফ অভিনয় করেছেন।

টাইগার শ্রফ (Photo: SNS)

টাইগার কৃতি জুটিকে ফের খুব রূপোলি পর্দায় দেখতে পাওয়া যাবে। বিকাশ বহেলের পরিচালনায় গণপত ছবিতে কৃতী শ্যানন ও টাইগার শ্রফ অভিনয় করেছেন। আগামি বছর ডিসেম্বরে ছবিটি রিলিজ করবে।

গণপতের টাইগার শ্রফ এই মুহুর্তে লন্ডনে রয়েছেন। একটু ফাক পেয়েই গেছিলেন আইস স্ক্যাটিং রিংয়ে। বলি অভিনেতা টাইগার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আইস স্ক্যাটিং করার বেশ কিছু শ্যুটিং করতে ছবি পোস্ট করেছেন।

Advertisement

এই প্রথম তিনি আইস স্ক্যাটিং করলেন– তবে সুঠাম চেহারায় টাইগার খানিকটা বলি পাড়ার মিস্টার পারফেক্টশনিস্টের মতো। আইস স্ক্যাটিং করে তিনি মোটেই সন্তুষ্ট নন, প্রথম বার আইস স্ক্যাটিং করলেও মোটেই খারাপ করেননি।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করার পরই ফ্যানেরা রীতিমতো প্রশংসা করেছেন। তাঁর বিশেষ বান্ধবী দিশা পাটানি লিখেছেন, “মোর এন্ড মোর কার্ডিও …’। জ্যাকি শ্রফ পত্নী ছেলের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে লিখেছেন, “খুব ভালো …’।

Advertisement