ইঁদুর কেটে ফেলেছে ২ লক্ষ টাকা, মাথায় হাত তেলেঙ্গানার কৃষকের

রেদ্যা নায়েক নামে এক কৃষক মাথার ঘাম পায়ে ফেলে রােজগার করেছিলেন ২ লক্ষের বেশি টাকা। শাকসবজি বেঁচে এই টাকা তিনি অনেকদিন ধরে জমিয়েছিলেন।

Written by SNS Telangana | July 20, 2021 6:28 pm

তেলেঙ্গানার মহাবুবনগর জেলার রেদ্যা নায়েক নামে এক কৃষক মাথার ঘাম পায়ে ফেলে রােজগার করেছিলেন ২ লক্ষের বেশি টাকা। শাকসবজি বেঁচে এই টাকা তিনি অনেকদিন ধরে জমিয়েছিলেন। এই টাকা দিয়ে তিনি পেটের অস্ত্রোপচার করানোর, এমনটাই লক্ষ্য ছিল।

কিন্তু সব টাকাই ইদুর কেটে ফেলেছে। আলমারিতে একটি কাপড়ের থলের মধ্যে ৫০০ টাকার নােটের মােট দু’লক্ষ টাকা ছিল। কিন্তু সম্প্রতি আলমারি খুলে ওই টাকা বের করতে গিয়ে দেখেন নােটগুলি সব কাটা।

এরপর তিনি ওই কাটা নােট নিয়ে বিভিন্ন ব্যাঙ্কে যান। সব জায়গা থেকেই তিনি নিরাশ হয়ে ফেরেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়ে দেন, ওই ইদুরে খাওয়া টাকা বদলে দেওয়া সম্ভব নয়।

রাজ্যের আদিবাসী, মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী সত্যবতী রাঠোর এই কৃষকের পাশে দাঁড়িয়েছেন। তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা তিনি করে দেবেন বলে জানান।