• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

মাথায় গুরুতর চোট জুবিনের, এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হল গুয়াহাটিতে

রিসর্টের বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন অসমের গায়ক সুরকার জুবিন গর্গ। এরপর এয়ার এম্বুলেন্সে করে ডিব্রুগড় থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটিতে।

রিসর্টের বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন অসমের গায়ক সুরকার জুবিন গর্গ । এরপর এয়ার এম্বুলেন্সে করে ডিব্রুগড় থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটিতে।

জানা গেছে, ডিব্রুগড়ের একটি রিসর্টের বাথরুমে আজ পড়ে যান এই গায়ক। সঙ্গে সঙ্গে হাসপাতালে সিটি স্ক্যান করে চিকিৎসকরা জানিয়েছেন, আশঙ্কার কিছু নেই। তবে তাঁর মাথায় সেলাই করতে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, প্রয়োজন পড়লে এয়ার এম্বুলেন্সে করে গায়ককে রাজ্যের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।

Advertisement

ডিব্রুগড়ের ডেপুটি কমিশনারকে জুবিনের শারীরিক অবস্থার উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে খেয়াল রাখছেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তও।

অসমীয়া, বাংলা এবং বলিউডের বহু গানে সুর দিয়েছেন জুবিন। গ্যাংস্টার ছবিতে জুবিনের সুর দেওয়া ‘ইয়া আলি’ তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম।

Advertisement