• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতের বহু প্রথম সারির পরিচালকের কেরিয়ার শুরু হয়েছে আমার সঙ্গেই: কঙ্গনা 

ফের বােমা ফাটালেন কঙ্গনা রানাওয়াত। সিনেমার বাইরেই বহু বিষয়ে তিনি মন্তব্য করে শিরােনামে জায়গা করে নেন। একর পর এক টুইট করে সকলের নজরে থাকেন।

কঙ্গনা রানাওয়াত (File Photo: IANS)

ফের বােমা ফাটালেন কঙ্গনা রানাওয়াত। সিনেমার বাইরেই বহু বিষয়ে তিনি মন্তব্য করে শিরােনামে জায়গা করে নেন। একর পর এক টুইট করে সকলের নজরে থাকেন। কখনও সেখানে রাজনীতিকদের নিয়ে মন্তব্য, কখনও বা নিজের কাজ নিয়ে কিঞ্চিত ঔদ্ধত্য প্রকাশ করে ফেলেন। ফের তেমনই একটি টুইট করেছেন কঙ্গনা। 

কঙ্গনা রজনীশ ঘাইয়ের সঙ্গে নিজের একটি ছবি সােশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। রজনীশ তার আসন্ন ছবি ধক্কড়-এর পরিচালনার দায়িত্বে ছিলেন। কঙ্গনা লিখেছেন- ভারতের বহু প্রথম সারির পরিচালক আমার সঙ্গে কেরিয়ার শুরু করেছেন। সফল হওয়ার পরেই খান, কাপুর বা কুমারদের সঙ্গে কাজ করেছেন। আমাদের রজনীশ যখন প্রথম সারির পরিচালক হয়ে যাবেন, তখনও কিন্তু তাকে মনে রাখবেন ধক্কড়-এর মতাে মহিলা কেন্দ্রিক ছবি করার জন্য। 

Advertisement

এর আগেই তিনি  টুইট করে দাবি করেছিলেন তিনি যত রকমের চরিত্রে পারফর্ম করেছেন তার মতাে এই পৃথিবীতে আর কেউ করেনি।

Advertisement

Advertisement