• facebook
  • twitter
Friday, 23 January, 2026

তাপসী পান্নুর ‘অস্যি’, প্রকাশিত হল রহস্যময় মোশন পোস্টার

'তাপসী এই ছবিতে দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা উপস্থাপন করতে চলেছেন। পোস্টারটি শুধু গল্পের সূচনা মাত্র। পুরো সিনেমায় আরও গভীরতা ও অ্যাকশন থাকবে।'

ছবি: এএনআই

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু এবার বড় পর্দায় নতুন ছবিতে ফিরছেন। ‘অস্যি’ নামের এই চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে অভিনয় করবেন। শুক্রবার প্রকাশিত মোশন পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

প্রকাশিত পোস্টারে তাপসীকে রহস্যময় ভঙ্গিতে দেখা যাচ্ছে। পোস্টারের টোন ও ভিজ্যুয়াল ইঙ্গিত দেয় যে, সিনেমার গল্পে থাকবে উত্তেজনা, থ্রিলার এবং অ্যাকশন মিশ্রিত নাটক। পোস্টারটি সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

প্রযোজক সূত্রে জানা গিয়েছে, ‘তাপসী এই ছবিতে দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা উপস্থাপন করতে চলেছেন। পোস্টারটি শুধু গল্পের সূচনা মাত্র। পুরো সিনেমায় আরও গভীরতা ও অ্যাকশন থাকবে।’

Advertisement

এই সিনেমার পরিচালক এবং কলাকুশলীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে। তবে চলচ্চিত্রপ্রেমীরা ইতিমধ্যেই ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন।

Advertisement