• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ফের রােহমানের সঙ্গে সুস্মিতা সেন

কে বলেছে তাঁরা একসঙ্গে নেই। দিব্যি আছেন খােশমেজাজে, একসঙ্গে, প্রেমে মজে। হ্যাঁ কথা হচ্ছে সুস্মিতা সেনের প্রসঙ্গে।

সুস্মিতা সেন (File Photo: IANS)

কে বলেছে তাঁরা একসঙ্গে নেই। দিব্যি আছেন খােশমেজাজে, একসঙ্গে, প্রেমে মজে। হ্যাঁ কথা হচ্ছে সুস্মিতা সেনের প্রসঙ্গে।

আপাতত তিনি দুবাইতে, প্রেমিক রােহমানের সঙ্গে। অথচ কিছুদিন আগে বলিউডের আনাচে কানাচে শােনা যাচ্ছিল যে, তাঁদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। তাঁদের নাকি বিচ্ছেদও হয়ে গেছে।

Advertisement

এবার সেই সব বিতর্কে জল ঢাললেন অভিনেত্রী নিজেই। সুস্মিতার ভাই রাজীব সেনের দুবাইতে রয়েছে জুয়েলারির ব্যবসা। সুস্মিতার মা শুভ্রা সেনও পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। তাঁর নিজের একটি জুয়েলারির দোকানও রয়েছে দুবাইতে। তাই সুস্মিতা মাঝে মাঝে দুই মেয়েকে নিয়ে দুবাইতে থাকেন।

Advertisement

এবার সেখানে দেখা গেল প্রেমিক রােহমান শলকেও। দুবাইয়ের হােটেলের সুইমিং পুলে মেয়ে আলিশা ও প্রেমিক রােহমানের সঙ্গে সময় কাটাতে দেখা গেল সুস্মিতাকে। তাই বিচ্ছেদের গুবজে কান দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

তাঁরা দিব্যি আছেন এক-অপরের প্রেমে মজে। কোথাও কোনও বিচ্ছেদের সুর নেই। কারা যে কোথা থেকে এসব ভুলভাল খবর রটায় কে জানে!

Advertisement