• facebook
  • twitter
Monday, 15 December, 2025

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের নয়া মােড়

অভিনেতার মৃত্যুবার্ষিকীর আগেই তদন্তের এক নতুন দিক খুলে গেল। হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হল সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে।

সুশান্ত সিং রাজপুত (ছবিঃএসএনএস)

সুশান্ত সিং রাজপুরে মৃত্যু রহস্যের নয়া মোড়। অভিনেতার মৃত্যুবার্ষিকীর আগেই তদন্তের এক নতুন দিক খুলে গেল। হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হল সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে। গ্রেফতার করল নারকটিকস কন্ট্রোল ব্যুরাে।

অভিনেতার মৃত্যুর পর শুরু থেকেই আতস কাচের তলায় ছিলেন সিদ্ধার্থ। অতীতেও তাকে বহুবার জিজ্ঞাসাবাদের। জানা ডেকে পাঠিয়েছিল সিবিআই ও এনসিবি। সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে এক ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ। সুশান্তের মৃত্যুর পর তা করে দেখা যায় মাদক বিক্রেতাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এই ব্যক্তির।

Advertisement

এমনকি সুশান্ত সেদিন আত্মহত্যা করেন সেই দিন রিয়ার সঙ্গে একশ বার কথা হয়েছিল তার। রিয়ার কল রেকর্ড দেখে তা জানা যায়। ফলে এনসিবি সব দিক খতিয়ে দেখে গ্রেফতার করা হয় সিদ্ধার্থ পিঠানিকে। তাকে খুব তাড়াতাড়ি কোর্ট – এ তােলা হবে বলে এনসিবি সূত্র থেকে জানা গেছে।

Advertisement

Advertisement