এবারে ভয়ের ছবি নিয়ে আসছেন পরিচালক সায়ন বসু চৌধুরি। গল্পের নাম ‘হরর স্টোরিজ’। ইতিমধ্যে ছবির শুটিং অনেকটা শেষ হয়ে গিয়েছে। কলকাতা শহরে ছবির শুটিং হয়েছে।
ছবিতে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, রূপসা মুখােপাধ্যায়, অলিভিয়া সরকার। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সাহেব হালদার, রােশনি ঘােষ, সুরজিৎ মাইতি, সুপ্রতিম সাহা।
Advertisement
ছবিটি মুক্তি পাবে মুকেশ পাণ্ডে মােশন পিকচারের ব্যানারে। ছবিটির প্রযােজক হিসেবে রয়েছেন মুকেশ পাণ্ডে।
Advertisement
Advertisement



