• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

দীপিকা-রনবীরের বিয়ের জায়গা

মাঝে মাঝেই শোনা গেছে দুজনের নাকি ব্রেক-আপ হয়ে গেছে। তারপর কোথায় কি! দেখা যায় প্রেম ঠিক ট্র্যাকেই আছে। কোনওদিনও দুজনে প্রেমের সম্পর্ক স্বীকার করেননি সর্বসমক্ষে। তবে দুজনকে মাঝে মধ্যেই একসাথে দেখা যায়, প্রকাশ্যে। দুজনের ব্যবহারই প্রমাণ করে প্রেমের সম্পর্ক আছে। তারা হলেন দীপিকা-রনবীর। খুব শীঘ্রই ২০১৮ তেই নাকি চার হাত এক হতে চলেছে। এমনটাই উড়ে

দীপিকা-রনবীরের বিয়ের জায়গা

মাঝে মাঝেই শোনা গেছে দুজনের নাকি ব্রেক-আপ হয়ে গেছে। তারপর কোথায় কি! দেখা যায় প্রেম ঠিক ট্র্যাকেই আছে। কোনওদিনও দুজনে প্রেমের সম্পর্ক স্বীকার করেননি সর্বসমক্ষে।

তবে দুজনকে মাঝে মধ্যেই একসাথে দেখা যায়, প্রকাশ্যে। দুজনের ব্যবহারই প্রমাণ করে প্রেমের সম্পর্ক আছে। তারা হলেন দীপিকা-রনবীর। খুব শীঘ্রই ২০১৮ তেই নাকি চার হাত এক হতে চলেছে।

এমনটাই উড়ে বেড়াচ্ছে বি-টাউনের আকাশে বাতাসে। সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন রনবীর সিং এর প্রাক্তন প্রেমিকা অনুষ্কা শর্মা। তাই রণবীরই বা পিছিয়ে থাকবেন কেন?

এই তো দিনকয় আগে দীপিকার জন্মদিনের সময় শোনা যাচ্ছিল বাগদান পর্বটা নাকি সেরেই ফেলেছেন। যদিও পরে দুজনে অস্বীকার করেন। তবু হবু পুত্রবধূকে নাকি জন্মদিনের উপহার হিসেবে সব্যসাচীর ডিজাইন করা গয়না ও শাড়ি দিয়েছেন রণবীরের মা-বাবা।

শোনা যাচ্ছে, বিয়ের কেনাকাটিও নাকি শুরু হয়ে গেছে জোর কদমে। তবে এদেশে নয়, বিয়েটা হবে বিদেশে। ঠিক বিরুষ্কার মত করেই যাতে কাকপক্ষীতে টেরও না পায়। তাদের প্রথম পছন্দ সমদ্রতীর বলেই রটছে গুঞ্জন।

তবে প্রশ্ন হচ্ছে, আদৌ হচ্ছে তো বিয়ে? নাকি এতা শুধুই গুঞ্জন!! আর হলে কোথায় আর কবে হচ্ছে?