• facebook
  • twitter
Friday, 5 December, 2025

করােনা আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য

করোনা আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পুজোর শুরুতেই করােনা আক্রান্ত হন তিনি। শুধু অপরাজিতা নন, পরিবারের একাধিক সদস্য

অপরাজিতা আঢ্য এবং প্রসেনজিত(Photo@Arnab Biswas/SNS Web)

এবার করোনা আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পুজোর শুরুতেই করােনা আক্রান্ত হন তিনি। শুধু অপরাজিতা নন, পরিবারের একাধিক সদস্য করােনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীর শরীরের হিমােগ্লোবিন কমে যায়। তবে তার জ্বর আসেনি। পরে পারিবারিক চিকিৎসকের পরামর্শ মতাে করােনা পরীক্ষা করান তিনি। সেই রিপাের্ট পজিটিভ আসে। অপরাজিতার শাশুড়ি এবং পরিবারের অনেকের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস।

Advertisement

অভিনেত্রী জানান, আপাতত বাড়িতেই রয়েছেন তিনি এবং তার পরিবারের বাকি আক্রান্তরা। আপাতত অনেকটাই সুস্থ তারা। সংক্রমণের জন্য ৩ নভেম্বর পর্যন্ত যাবতীয় শুটিংয়ের কাজ বাতিল করেছেন অভিনেত্রী।

Advertisement

প্রথমদিকে করােনার জন্য কাজে ফিরতে চেয়েছিলেন অপরাজিত, এমনটা জানিয়েছিলেন তিনি নিজেই। কিন্তু বাড়িতে বসে থাকলে কাজের গতি স্তব্ধ হয়ে যাবে, এই ভেবেই কাজে ফিরেছিলেন তিনি। একাধিক সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। তার শরীরে থাবা বসায় এই মারণ ভাইরাস।

Advertisement