বাংলা চলচ্চিত্র জগতে আবারও শোকের ছায়া। প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্র জগতের সুপরিচিত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়।
মঙ্গলবার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে সকাল সাড়ে ৮টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা শুভময় চ্যাটার্জী।
Advertisement
বিগত বহুদিন ধরে খাদ্যনালীর ক্যান্সারের ভুগছিলেন তিনি। গত ১৬ই মে থেকে মৃত্যু অবধি তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
Advertisement
গলায় স্টেন বসার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চলার অবস্থায় না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় এই অভিনেতা।
বহুগুণ সম্পন্ন এই অভিনেতা কেবলমাত্র বাংলা ধারাবাহিক ও চলচ্চিত্র নয়, নাট্যমঞ্চেও নিজের সাবলীল অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।
কেবলমাত্র অভিনেতা নন একজন সুগায়ক এবং সংলাপ লেখক হিসাবেও তিনি ছিলেন সুপরিচিত।
যার স্বীকৃতি স্বরূপ পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কারও ‘চোলাই’ ছবিতে সংলাপের জন্য । অভিনয় করেছেন কমেডি থেকে নেগেটিভ নানা ধরনের চরিত্রে।
হিন্দোল চক্রবর্তী পরিচালিত এবং জিৎ প্রযোজিত ছায়াছবি ‘হরে কৃষ্ণ’ গত কান ফিল্ম ফেস্টিভালে শর্ট ফিল্ম বিভাগে সেরার শিরোপা পেয়েছিল সেই ছবিতেও প্রশংসিত হয় শুভময় চট্টোপাধ্যায়ের অভিনয়।
শুভময় চট্টোপাধ্যায় ওরফে টলিউডের সবার প্রিয় শুভদার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড।
Advertisement



