বিষ্ণুপুরে সঙ্গীত উৎসব

Written by SNS February 3, 2018 9:36 am

বিষ্ণুপুরে সঙ্গীত উৎসব

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ২ ফেব্রুয়ারি- রাজ্য পর্যটক দফতরের উদ্যোগে শুক্রবার থেকে বিষ্ণুপুর রাসমঞ্চে শুরু হল ‘বিষ্ণুপুর মিউজিক ফেসটিভ্যাল’। চলবে আগামী রবিবার পর্যন্ত।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন দফতরের সদস্য প্রিন্সিপাল সেক্রেটারি অত্রি ভট্টাচার্য, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, জেলাশাসক মৌমিতা গোদরা বসু, সভাদিপতি অরূপ চক্রবর্তী, বিষ্ণুপুরের পুরপ্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জী সহ আরও অনেকে।

বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ তথা বিষ্ণুপুর ঘরানার দিকপাল সঙ্গীতাচার্য গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ প্রজন্ম অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও মণিলাল নাগকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

তিনদিনের ওই সঙ্গীত উৎসবে জেলা এবং বাইরের একাধিক শিল্পী সঙ্গীত পরিবেশন করবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সানাই, সেতার, এসরাজ, তবলার মত বাদ্যযন্ত্র নিয়েও উপস্থিত শিল্পীরা তাদের মুন্সিয়ানা তুলে ধরবেন।