বিষ্ণুপুরে আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার সােনা রূপাের গয়না

ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানা এলাকার পৈলান অঞ্চল থেকে অপরাধী ধরার বিশেষ দল আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতী কে শনিবার গ্রেফতার করে।

Written by SNS Bishnupur | November 9, 2020 7:13 pm

প্রতীকী ছবি (Photo: Getty Images)

ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানা এলাকার পৈলান অঞ্চল থেকে অপরাধী ধরার বিশেষ দল আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতী কে শনিবার গ্রেফতার করে। ধৃত তাজিম মােল্লা আজিজুল জমাদার ও আলি হােসেন সর্দার কে আলিপুর আদালতে তােলা হলে পুলিশি হেফাজতের আদেশ হয়।

পুলিশ সূত্রে জানা গেল, ধৃতদের বাড়ি বিষ্ণুপুর থানা এলাকার পার্বতীপুরে। ধৃতরা দীর্ঘদিন ধরে উস্থি ও বিষ্ণুপুর অঞ্চলে সাধারণত ফাঁকা বাড়িতে চুরি করতাে।

আলমারি ভেঙে সােনা রূপাের গয়না টাকা নিত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার একটি কার্তুজ বাড়ি ও আলমারির তালা ভাঙার সরঞ্জাম। দীর্ঘদিন ধরে ওয়াচ করে দল টিকে ধরা সম্ভব হয়েছে।

ধৃতরা ইতিমধ্যে চুরি কীভাবে করতাে তা ঘটনার পুননির্মান করে দেখিয়েছে। এদের পেছনে আরাে বড়াে কোনও চক্র আছে কীনা খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার বিশেষ তদন্তকারী দল। তিন দুতীর কাছ থেকে লক্ষাধিক টাকার গয়না উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।