• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিষ্ণুপুর বাখরা অঞ্চলে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

মঙ্গলবার সকালে বিষ্ণুপুর বাখরা অঞ্চলে আরফিনা পারভীন নামে সতেরাে বছরের এক ছাত্রীর ঝুলন্ত দেহ বাড়ি থেকে উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

প্রতিনিধিত্বমূলক ছবি (Photo: Getty Images)

মঙ্গলবার সকালে বিষ্ণুপুর বাখরা অঞ্চলে আরফিনা পারভীন নামে সতেরাে বছরের এক ছাত্রীর ঝুলন্ত দেহ বাড়ি থেকে উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সূত্রের খবর, নবম শ্রেণির ঐ ছাত্রীর বাড়ি থেকে কোনও মােবাইল তাকে কিনে দেওয়া হয়নি। অথচ তার কাছে একটি মােবাইল ছিল।

Advertisement

মােবাইল কে দিল এ নিয়ে বাড়িতে অশান্তি ছিল। সূত্রের খবর, ছাত্রীর মৃত্যুর পরও তার মােবাইলে বেশ কয়েক বার ফোন আসে। ফোনটি বজবজ নােদাখালী অঞ্চলের এক যুবকের নাম্বার। ঐ যুবকের সঙ্গে ছাত্রীর কোনও সম্পর্ক ছিল কিনা সে ফোনটি দিয়েছিল কিনা ছাত্রীকে তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় শােকের ছায়া।

Advertisement

Advertisement