ঘটনার কথা এখনো বিশ্বাস করতে পারছে না নাবালিকার পরিবার। পুজো করতে করতে আচমকাই হিংস্র হয়ে উঠে তলোয়ার বের করে এক কোপে ছোট্ট ভাইঝির মাথা কেটে ফেলল এক দশম শ্রেণির পড়ুয়া !
ঘটনাটি ঘটেছে রাজস্থানের দুঙ্গারপুরের একটি আদিবাসী এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার পরিবারের দাবি, ১৫ বছর বয়সী ওই স্কুলছাত্রী হোস্টেলে থেকে পড়াশোনা করে।
Advertisement
কয়েকদিন আগেই সে বাড়িতে এসেছিল। তারপর থেকেই তার আচরণে আস্বভাবিকতা লক্ষ্য করেছিল তার বাড়ির লোকজন।
Advertisement
নাবালিকার পরিবার জানিয়েছে, সোমবার সকালে বাড়ির একটি ঘরে দশমাতার পুজো করছিল বাড়ির সকলে। আচমকাই উন্মত্ত হয়ে ওঠে ওই নাবালিকা।
ঘরে থাকা একটি তলোয়ার তুলে নিয়ে বিপজ্জনকভাবে নাড়াচাড়া করতে থাকে সে।
ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যায় তার বাবা-মা। তখন পাশের ঘরে ঢুকে এক কোপে নিজের ৯ বছর বয়সি ভাইঝি বর্ষার মাথা কেটে ফেলে সে।
Advertisement



