• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দাঁত দিয়ে ফিতে কেটে দোকান উদ্বোধন করলেন মন্ত্রী

হাতের সামনে কাচি থাকলেও দাঁত দিয়ে ফিতে কেটে দোকান উদ্বোধন করলেন পাকিস্তানের এক মন্ত্রী, যা নিয়ে সােশ্যাল মিডিয়া হাসির রােল।

পাকিস্তানের কারামন্ত্রী ফৈয়জ-উল হাসান (File Photo:Twitter@Fayazchohanpti)

হাতের সামনে কাচি থাকলেও দাঁত দিয়ে ফিতে কেটে দোকান উদ্বোধন করলেন পাকিস্তানের এক মন্ত্রী, যা নিয়ে সােশ্যাল মিডিয়া হাসির রােল। কেউ বলছেন, ‘ডাবর লালের দাঁতের মাজনের কামাল।’ অনেকে আবার মন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে।

বলছেন, কাজ করতে গেলে এমন মন্ত্রীরই দরকার। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে একটি দোকান উদ্বোধনে গিয়েছিলেন পাকিস্তানের কারামন্ত্রী ফৈয়জ-উল হাসান। ফিতে কাটার জন্য মন্ত্রীকে কাচি এগিয়ে দেওয়া হলে তিনি তা দিয়ে ফিতে কাটার চেষ্টা করেন।

Advertisement

কিন্তু কাচিতে ফিতে না কাটায়, মন্ত্রী আর অপেক্ষা করেননি। তিনি দাঁত দিয়ে ফিতে কাটতে শুরু করেন এবং বেশ কয়েকবারের চেষ্টায় সফলও হন। এই ছবি এবং ভিডিও এখন সােশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

Advertisement