সােমবার দুপুরে ভ্যাকসিন অন বােট চালু হল গােসাবার কুমিরমারি দ্বীপে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে হওয়া এই ভাসমান ভ্যাকসিন সেন্টার উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল সহ প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকগণ।
গােসাবা ব্লক প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকগণ পুরাে বিষয়টি মনিটর করবেন। জানা গেল, ভাসমান ভ্যাকসিন বােট সুন্দরবনের প্রতিটি দ্বীপ ঘুরে ঘুরে সুন্দরবনের মানুষকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে করােনার টিকা দেবে। প্রশাসনের উদ্যোগে খুশি এলাকার মানুষ।
Advertisement
Advertisement
Advertisement



