• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া সত্ত্বেও করোনা পজিটিভ ১৬৩

করোনা আক্রান্তের যে তালিকা প্রকাশিত হয়েছে, তা দেখে উদ্বেগে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ।বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৬০।সেই সংখ্যা বেড়ে হল ৩১৯ জন।

প্রতীকী ছবি (Photo by Johan ORDONEZ / AFP)

করোনা ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া সত্ত্বেও করোনা পজিটিভ ১৬৩ জন। শুক্রবার করোনা আক্রান্তের যে তালিকা প্রকাশিত হয়েছে, তা দেখে উদ্বেগে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। গত বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৬০। শুক্রবার সেই সংখ্যা বেড়ে হল ৩১৯ জন।

আক্রান্তদের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়াদের সংখ্যাই বেশি। এদিনের রিপোর্টে দেখা যাচ্ছে আক্রান্তদের ১৬৩ জনের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া আছে। তবু করোনা আক্রান্ত হয়েছেন।

Advertisement

১৫ জন প্রথম ডোজ ভ্যাকসিন নিয়ে আক্রান্ত হয়েছেন। ৫০ জন আক্রান্ত ভ্যাকসিনই নেননি। সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে টিকাপ্রাপ্তদের সংক্রমণ। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, ডবল ডোজ নিলে করোনা হবে না, এমনটা নয়।

Advertisement

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে টিকা সাহায্য করবে মাত্র। তবে মণ্ডপে মণ্ডপে ভিড় জমানো জনতা সেসবে পাত্তা দেননি। অনেকের ধারণা ছিল ডবল ডোজ নেওয়া থাকলেই নিশ্চিন্ত। ছুঁতে পারবে না ভাইরাস। ফলে যা হওয়ার তাই হচ্ছে।

গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযয়ী, শহরের মোট আক্রান্তের প্রায় ৫০ শতাংশেরই টিকার দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে। শুক্রবার পুরসভা থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৯ জন। এর মধ্যে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত ২৪২ জন।

এছড়া সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে সংখ্যাটা ৭৭। ৩১৯ জনের মধ্যে ১৬২ জন যাঁরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন, এটাই যথেষ্ট উদ্বেগের।

Advertisement