২৪ নং অশােকা গ্রুপ, ভারত স্কাউটস এন্ড গাইডসের পক্ষ থেকে কোভিড -১৯ পরবর্তী সময়ে এবং গ্লোবাল ওয়ার্মিং এর সচেতনতার কাজে ৩০ জানুয়ারি, ২১ এক অভিনব সাইকেল র্যালির আয়ােজন করা হয়।
কলকাতার রাস্তায় সাইকেল লেন এবং সাইকেলের প্রয়ােজনীয়তার উপর প্রচার করা হয়। সারা কলকাতার বুকে বিভিন্ন দর্শনীয় স্থানে সাইকেলে পৌঁছায়। সাইকেল জাঠাটি বালিগঞ্জ, কালীঘাট মন্দির, বিড়লা তারামণ্ডল, ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট হয়ে কাশীপুর নানা স্থানে যায়।
Advertisement
শহরে বিভিন্ন স্থানে বৃক্ষরােপন করা হয়। প্রায় চল্লিশজন রােভার এতে অংশগ্রহণ করে। মানুষের থেকে খুব ভাল সাড়া পাওয়া যায়। প্রশাসনের কাছে এই উপলক্ষে একটি চিঠিও পাঠিয়েছে বলে এই অনুষ্ঠানের পরিচালক অনুপম মণ্ডল জানিয়েছেন। সাইকেলে কলকাতা ভ্রমণ পর্যটকদের কাছেও অভিনব।
Advertisement
Advertisement



