বেটিং অ্যাপ কাণ্ডে এবার ইডি তলব করেছে আরেক প্রথম সারির অভিনেত্রীকে। দিল্লিতে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকজন তারকাকে তলব করেছে ইডি। গত সপ্তাহে বাংলা থেকে ডাক পড়েছিল অভিনেতা তথা প্রযোজক অঙ্কুশ হাজরার। এবার ডাক পড়েছে প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তীর। এই প্রসঙ্গে নদিয়ার কল্যাণীতে একটি অনুষ্ঠানে এসে মুখ খুললেন মন্ত্রী শশী পাঁজা।
মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘নির্বাচন এলে অনেক কমিশন, সংস্থা, এজেন্সির যাতায়াত বাড়ে। এটা চাপে রাখার চেষ্টা করে। রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও নেতৃত্বকে মনে করে ভয় দেখাবো। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভয়ে থাকেন। তাঁকে দমানো যাবে না, ভয় দেখানো যাবে না, তিনি তো লড়ছেন। মুখ্যমন্ত্রী তো রাজ্যের জন্য লড়ছেন। রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে এটা তিনি বলবেন না? তাই বলে এজেন্সি আসবে, এনআইএ আসবে?’
Advertisement
সম্প্রতি বেটিং অ্যাপ বিরোধী আইন আনার পর থেকেই একের পর একের অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইডি। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ, টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী জড়িত একটি বেটিং অ্যাপের আর্থিক লেনদেনের সঙ্গে।
Advertisement
ইডি সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই ভারতে বেটিং অ্যাপটা ব্যবসা করে চলেছে। তবে ব্যবসার ক্ষেত্রে একাধিক বেনিয়ম রয়েছে। রয়েছে কর ফাঁকির অভিযোগ। রয়েছে বেআইনি ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগও। সারা দেশের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী ওই অ্যাপের হয়ে বিজ্ঞাপন করেছেন বা আর্থিক লেনদেনের কাজে যুক্ত ছিলেন। এদিনের অনুষ্ঠানের পর কার্যত মিমি চক্রবর্তীর পাশে দাঁড়ালেন মন্ত্রী শশী পাঁজা।
Advertisement



