তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর আর্থিক করিডর তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে ২০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, অমৃতসর-ডানকুনি শিল্প করিডরের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে একাধিক শিল্প করিডর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই আবহে ছয়টি আর্থিক করিডর তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেগুলি হল, ডানকুনি–কল্যাণী, ডানকুনি-কোচবিহার, ডানকুনি-ঝাড়গ্রাম, জোকা-গুরুভি, খড়্গপুর-মোরগ্রাম, এবং রঘুনাথপুর-তাজপুর। এই করিডর তৈরির লক্ষ্য বাস্তবায়িত করতে এবার উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। কারণ এই সব আর্থিক করিডর ব্যবহার করে রাজ্যে ব্যবসায়িক উন্নতি ঘটবে এবং বহু মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী রাজ্য।
Advertisement
বৃহস্পতিবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে তাজপুর–রঘুনাথপুর আর্থিক করিডর নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠকে পরিকাঠামোগত উন্নয়নের বিষয়টি আলোচনা হয়েছে। পাশাপাশি লজিস্টিকস ব্যবসার প্রসার ঘটাতে রাজ্যে সেটিকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র ১৫টি শূন্যপদ পূরণের প্রস্তাবও মন্ত্রীসভার বৈঠকে গৃহীত হয়েছে।
Advertisement
Advertisement



