সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে গোটা কলকাতা শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়। বুধবার সকাল পর্যন্তও শহরের অনেক অংশে জল নামেনি। কোথাও কোথাও আবার কোমর সমান জল। এককথায় জলযন্ত্রনায় ভুগছে সমস্ত শহরবাসীই। এরই মধ্যে বুধবার আরও এক নতুন সমস্যা দেখা গিয়েছে। বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটে যাওয়ায় উল্টোডাঙা, কাঁকুড়গাছি ও বাগমারি এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে জল সরবরাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হঠাৎ করে বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটে যায়। তবে রাত থেকেই মেরামতের কাজ শুরু হয়ে গিয়েছিল। জল সরবরাহ বিভাগ, পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে। এই পাম্পিং স্টেশন থেকে উত্তর কলকাতার চারটি ওয়ার্ডে জল যায়, যথা-১৩, ১৪, ৩১ ও ৩২ নম্বর। তাই জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় মুচিবাজার, কাঁকুড়গাছি, ফুলবাগান-সহ বিস্তীর্ণ এলাকার মানুষদের পানীয় জলের সরবরাহ নিয়ে চিন্তায় পড়তে হয়।
Advertisement
শহরের অধিকাংশ অংশ জলের তলায় চলে যাওয়ায় অনেক বাড়িতেও জল ঢুকে গিয়েছে। ফলে দূষিত হয়ে পড়েছে রিজার্ভারের জল। তাই পুরসভার জলই ভরসা। তবে জমা জলের সমস্যার সঙ্গে পাম্প স্টেশনের সমস্যা যুক্ত হওয়ায় রীতিমতো জল-কষ্টে দিন কাটাতে হয়েছে উত্তর কলকাতার বাগমারি, কাঁকুড়গাছি, ফুলবাগান এলাকাবাসীদের।
Advertisement
Advertisement



