নদীর জলে তলিয়ে গিয়ে এক চাষি সহ দুজনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানের কালনায় বেহুলা নদীর জলে ডুবে মৃত্যু হয় সুদেব ঘোষ নামে এক চাষির। তার বাড়ি স্থানীয় সর্বমঙ্গলা গ্রামে। এখানে বাঁশের সেতু ভেঙ্গে পড়ায় তিনি সাঁতার কেটে অন্য পাড়ে যাবার চেষ্টা করলে জলের স্রোত বেশি থাকায় আচমকা ডুবে যান। তাকে জল থেকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আরও একটি ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে। ডিভিসি সেচখালে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তাঁর নাম অশোক ক্ষেত্রপাল। তাঁর দেহ ভেসে উঠেছিল সেচ খালের জলে। যদিও পরিবারের দাবি, ওই ব্যক্তি দু’দিন ধরে নিখোঁজ ছিলেন।