আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শনিবার একটি পদযাত্রার আয়োজন করতে চলেছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। নারী দিবসের ৫০ বছরে ‘দিদি বাংলার ঘরে ঘরে’– এই স্লোগানকে সামনে রেখে রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করা হবে। বিকেল চারটে থেকে শুরু হবে মিছিল। এছাড়াও বিভিন্ন জেলায় দলের মহিলা সংগঠন নারী দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেবে। মূলত এই কর্মসূচি থেকে রাজ্য সরকার নারীদের উন্নয়ন ও নিরাপত্তার জন্য কী কী কর্মসূচি গ্রহণ করেছে তা মহিলাদের সামনে তুলে ধরবে তৃণমূল নেতৃত্ব।
ক্ষমতায় আসার পর প্রতি বছরই নারী দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেয় তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। অনেকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই কর্মসূচিতে উপস্থিত থেকেছেন। কিন্তু এ বারের নারী দিবসের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই দিনটিকে সম্পূর্ণ নিজেদের পক্ষে ব্য়বহার করতে চাইছে তৃণমূল। শনিবারের পদযাত্রা থেকে রাজ্য সরকার মহিলাদের জন্য যে সমস্ত জনহিতকর কাজকর্ম করেছে তা তুলে ধরা হবে। পাশাপাশি নারী সুরক্ষায় রাজ্য সরকারের ভূমিকাও মহিলাদের জানাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করতে এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে সমস্ত ভোটে তৃণমূল কংগ্রেসকে বিপুল সমর্থন দিয়েছে রাজ্যের মহিলা ভোটাররা। সেই কারণে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের আরও কাছাকাছি পৌঁছতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল মূলত নারী শক্তিকে সামনে রেখেই ভোট যুদ্ধে নামতে চায়। শনিবারের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি না তা এখনও জানা যায়নি।