• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রবিবাসরীয় প্রচারে তৃণমুল প্রার্থী কল্পনা কিসকু

রবিবারীয় বিকেলে ভোট প্রচার ও কর্মীদের নিয়ে বুথে বুথে বৈঠক সারলেন দক্ষিন দিনাজপুর জেলার তপন বিধানসভা আসনের তৃনমুল প্রার্থী কল্পনা কিসকু।

তৃণমূল (File Photo: IANS)

রবিবারীয় বিকেলে ভোট প্রচার ও কর্মীদের নিয়ে বুথে বুথে বৈঠক সারলেন দক্ষিন দিনাজপুর জেলার তপন বিধানসভা আসনের তৃনমুল প্রার্থী কল্পনা কিসকু। আজ বিকেলে জেলার তপন বিধানসভা অন্তর্গত পতিরাম থানার নাজিরপুর গ্রামে এই বৈঠক সারলেন তৃনমুলের প্রার্থী না কিসকু।

বুথ কর্মীদের নিয়ে এই বৈঠকে হাজির ছিলেন প্রার্থী ছাড়াও রাজ্য সভার সাংসদ অর্পিতা ঘােষ। বুথ কর্মীদের বৈঠকে আগের বারের দলের প্রার্থীর বিরুদ্ধে থাকা কর্মীদের ক্ষোভ থাকলেও ওসব ক্ষোভ বিক্ষোভ ভুলে নতুন প্রার্থীকে জেতানাের ব্যাপারে ঐক্যবদ্ধ ভাবে ভােটে লড়াই করার জন্য কর্মীদের দ্বুদ্ধ হতে আহ্বান জানান সাংসদ অর্পিতা ঘােষ ও প্রার্থী নিজে।

Advertisement

পরে নাজিরপুর বাজারে ভােট প্রচারও সারেন প্রার্থী কল্পনা কিসকু। তবে আজকের এই বৈঠকে কর্মীদের প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায় প্রার্থীকে জেতানাের ব্যাপারে। প্রসংগত এবার এই তপন আসনে গত দুবারের জয়ী প্রার্থী বাচ্চু হাসদাকে সরিয়ে দল নেত্রী কল্পনা কিসকুকে প্রার্থী করে দলনেত্রী।

Advertisement

Advertisement