রাতের শহরে এবার বেপরোয়া গতির শিকার খোদ ট্রাফিক সার্জেন্ট! রবিবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে কড়েয়া থানার অন্তর্গত পার্ক সার্কাসের এক শপিং মলের কাছে। আহত সার্জেন্ট প্রকাশ ঘোষকে ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে।
সূত্রের খবর, রবিবার রাতে নিজের ডিউটি শেষ করে ফিরছিলেন বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের সার্জেন্ট প্রকাশ ঘোষ। গাড়ি নিয়ে পার্ক সার্কাসের দিকে যেতেই তাঁর দিকে তীব্র গতিতে ছুটে আসে বেপরোয়া গাড়ি। পেছন থেকে বাইকে ধাক্কা দিতেই রাস্তায় ছিটকে পড়েন তিনি। তারপর স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। জানা গিয়েছে, ধাক্কায় চোট লেগেছে তাঁর কাঁধ, হাঁটু এবং পায়ে। যদিও ঘাতক গাড়িটিকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। অন্যদিকে আহত সার্জেন্ট ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছেন কড়েয়া থানায়।
Advertisement
Advertisement
Advertisement



