ফের মহানগরে পথ দুর্ঘটনা। মৃত এক বাইক চালক। ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়েন ওই বাইক চালক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের নাম ত্রিদিপ চৌধুরী। তিনি বাগুইআটি এলাকার বাসিন্দা। ইকোপার্কের এক নম্বর গেট ও দু নম্বর গেটের মাঝে বাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তার ফলে পাল্টি খেয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক। মাথায় ও বুকে আঘাত লাগে যুবকের। মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন যুবক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তাতেই মৃত্যু হয় যুবকের। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
Advertisement



