• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ ইসকনের রথযাত্রা উৎসব দড়ি টেনে সূচনা করবেন মুখ্যমন্ত্রী

শুক্রবার ইসকন মন্দিরের সামনে থেকে রথের দড়ি টেনে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি আলাদা রথে চড়ে যাঝে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।

ইসকন মন্দিরে দু’বছর পর এখন সাজ-সাজ রব। শুক্রবার ইসকন মন্দিরের সামনে থেকে রথের দড়ি টেনে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনটি আলাদা রথে চড়ে যাঝে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।

Advertisement

করোনার কারণে গত দু’বছর বড় করে এই উৎসব পালন হয়নি। ইসকন মন্দির থেকে আগামীকাল রথ বেরিয়ে ব্রিগেডে যাবে।

Advertisement

সেখানে উলটোরথ পর্যন্ত থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। উল্টোরথের দিন ফের রথ ফিরে আসবে ইসকনে।

গতবছর ছিল এখানকার রথযাত্রার পঞ্চাশতম বর্ষ, কিন্তু করোনার কারণে বড় করে উদযাপন করা হয়নি। এবার তাই মহাসমারোহে ধুমধাম করে। রথযাত্রা পালন হবে ইসকনে।

দেড়শো দেশ থেকে ভক্তরা আসছেন। সেখানে প্রতিদিন ভোগ রান্না হবে। সেই ভোগ ব্রিগেডে সাধারণ ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হবে।

তাছাড়া রোজই চলবে পুজো ও গান-কীর্তন। করোনাবিধি মেনেই এবার উৎসবে মাতবে মায়াপুরবাসী। দেশ-বিদেশ থেকে ইতিমধ্যে জড়ো হচ্ছেন ভক্তরা।

মায়াপুর থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে রাজাপুর গ্রাম রয়েছে, সেখানকার জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক রথে করে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের অস্থায়ী গুণ্ডিচায় মাসির বাড়িতে আসবেন।

Advertisement