• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

করােনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় অনীহা

ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য কর্মীদের।১৬ জানুয়ারি সারা দেশে স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়।

প্রতীকী ছবি (File Photo: iStock)

করােনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য কর্মীদের মধ্যে। ১৬ জানুয়ারি সারা দেশের সঙ্গে এই জেলাতেও স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়।

পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চনন কুন্ডু থেকে জেলার প্রথম সারির স্বাস্থ্যকর্মী ডাক্তাররা এই টিকার প্রথম ডােজ নিলেও সাধারণ স্বাস্থ্যকর্মীরা সেভাবে এগিয়ে আসছেন না।

গত ৩ দিনে পশ্চিম মেদিনীপুর জেলার ডো ব্লক হাসপাতালের টিকা কেন্দ্রে নথিভুক্ত ৩৬৪ জনের মধ্যে টিকা নিয়েছেন ২৮৭ জন। অথচ খড়গপুর মহকুমা হাসপাতালে ৩৪০ জনের মধ্যে টিকা নিয়েছেন মাত্র ৭০ জন।

মেদিনীপুর মেডিক্যাল কলেজের টিকা কেন্দ্রে ৩৩০ জনের মধ্যে টিকা নিয়েছেন ১৪৩ জন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাইচন্দ্র মন্ডল জানান, কিছু স্বাস্থ্যকর্মী টিকা নিতে ভয় পাচ্ছেন। তাঁদের বােঝানাে হয়েছে।