ববিতা সরকারকে সুপারিশপত্র তুলে দিল স্কুল সার্ভিস কমিশন

নিয়োগপত্র পেলেন ববিতা সরকার। হাইকোর্টের নির্দেশ মেনে সোমবার দুপুরের পর সল্টলেকের এসএসসির দফতরে যান ববিতা। সেখান থেকে তিনি নিয়োগের সুপারিশপত্র সংগ্রহ করেন।

Written by SNS Kolkata | June 28, 2022 2:10 pm

Babita Sarkar.

অবশেষে চাকরির নিয়োগপত্র পেলেন ববিতা সরকার। হাইকোর্টের নির্দেশ মেনে সোমবার দুপুরের পর সল্টলেকের এসএসসির দফতরে যান ববিতা। সেখান থেকে তিনি নিয়োগের সুপারিশপত্র সংগ্রহ করেন।

নিয়োগের সুপারিশ পত্র নিয়ে ববিতা বলেন, ‘নিয়োগের প্রক্রিয়া শুরু হল আজ। এসএসসি ভবনে গিয়ে সুপারিশপত্র পেয়েছি। আমি খুব খুশি।

এরপর আমাকে নিয়োগপত্র দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে স্কুলে নিয়োগ পাওয়ার পর আমার লড়াই শেষ হবে।

প্রসঙ্গত আদালত নির্দেশ দিয়েছিল, ২৭ জুন অর্থাৎ সোমবারের মধ্যেই ববিতাকে নিয়োগ করতে হবে।

৩০ জুন যাতে চাকরিতে যোগদান করতে পারেন ববিতা তা নিশ্চিত করবেন ডিআই। মূলতু মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাই স্কুলে শিক্ষকতা করতেন অঙ্কিতা অধিকারী।

সেখানে চাকরির জন্য তাঁকে নিয়োগ পত্র দেওয়া হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ ছিল, পরেশ অধিকারীর মেয়েকে সরিয়ে দিয়ে বহাল করতে হবে ববিতা সরকারকে।

সেইমতো আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সোমবার সুপারিশ পত্র তুলে দেওয়া হয় ববিতা সরকারের হাতে।