একুশে এবং ছাব্বিশেও মমতা। রবিবার শিলিগুড়িতে একথা জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । সােমবার শিলিগুড়িতে গান্ধি মুর্তির উদ্বোধন অনুষ্ঠানে যােগ দেবেন পুরমন্ত্রী। তার পাশাপাশি তিনি তৃণমূলের মিছিলে যােগ দেবেন। এদিন তিনি শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কও ঘুরে দেখেন।
তার ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, একুশেও মমতা, ছাব্বিশেও মমতা। মানুষের জন্য তৃণমুল। তৃণমূল না হলে তিনি বিধায়ক হতে পারতেন না। যারা তৃণমূল ছেড়ে যাচ্ছেন, তাদের প্রতি তাঁর কটাক্ষ, এরা সব অতৃপ্ত আত্মা।
Advertisement
Advertisement
Advertisement



