এটিএম ভেঙ্গে টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা

ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কাজোরা মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই এর এটিএম মেশিন ভেঙ্গে টাকা লুট করে পালায় একদল দুষ্কৃতী।

Written by SNS আসানসোল | June 17, 2022 10:28 am

এটিএম ভেঙ্গে টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে আসানসোলের অন্ডাল থানার কাজোড়া মোড়ে, একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক-এর শাখার এটিএম-এ।

ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কাজোরা মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই এর এটিএম মেশিন ভেঙ্গে টাকা লুট করে পালায় একদল দুষ্কৃতী।

দুষ্কৃতীরা এটিএম এ ঢুকে প্রথমেই সিসিটিভি ক্যামেরায় স্প্রে করে, যাতে কোন ছবি না ওঠে। তারপরে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে টাকা বের করে চম্পট দেয় দুষ্কৃতী দলটি।

বুধবার সকালে গ্রাহকেরা প্রয়োজনে এটিএমে এলে দেখে এটিএমের শাটার বন্ধ। সাটার খোলার পর দেখা যায় এটিএম মেশিন ভাঙ্গা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন এস বি আই ব্যাংকের আধিকারিকেরা ও অন্ডাল থানার পুলিশ। ব্যাংক আধিকারিক চন্দন কুমার জানান গতকাল রাত্রি নটা নাগাদ শেষবার এটিএমে ট্রানজেকশন হয়েছে।

সম্ভবত তারপরই দুষ্কৃতীরা এই কান্ড ঘটায়। লুট হওয়া টাকার হিসেব করা হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান গতকাল বিকেলে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সেই সুযোগ কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা।

অন্ধকার থাকার ফলে দুষ্কৃতীদের কর্মকাণ্ড টের পায়নি স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান এক পুলিশ আধিকারিক।