কলকাতায় ফিরলেন রাজ্যপাল, জিটিএ’র দুর্নীতি নিয়ে সরব

কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে পাহাড়ের জন্য কোটি কোটি টাকা দিয়েছে। সেসব টাকার কোনও হিসাব হয়নি। একটিও অডিট হয়েনি বলে অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর।

Written by SNS KolkaTA | October 23, 2021 5:11 pm

রাজ্যপাল জগদীপ ধনকড় (File Photo: IANS)

দার্জিলিং পাহাড়ে দশ বছর হল জিটিএ গঠন করা হয়েছে। কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে পাহাড়ের জন্য কোটি কোটি টাকা দিয়েছে। কিন্তু সেসব টাকার কোনও হিসাব হয়নি। একটিও অডিট হয়েনি বলে অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর।

শুক্রবার রাজ্যপাল দার্জিলিং থেকে কলকাতায় ফেরার জন্য বাগডোগরা বিমানবন্দর পর্যন্ত পৌঁছান। সেই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জিটিএ দুর্নীতি নিয় সরব হন।

তিনি বলেন, দু’হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ হয়েছে। এজন্য তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু সেই তদন্ত রিপোর্ট তাকে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রাজ্যপাল। সপ্তমী পুজোর দিন দার্জিলিং আসেন রাজ্যপাল। এই ক’দিন তিনি পাহাড়েই ছিলেন।