• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

মদ্যপ ছেলের ছুরিকাঘাতে মৃত্যু হল পিতার

ছেলেকে মদ কেনার জন্য টাকা দিতে কিছুতেই রাজি হননি বৃদ্ধ পিতা। এতেই বেজায় চটে সবজি কাটার ছুরি দিয়ে প্রথমে গলায় পরে পেটে আঘাত করে ছেলে।

প্রতীকী ছবি (Photo: iStock)

মদ্যপ ছেলের ছুরিকাঘাতে মৃত্যু হল পিতার। মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া মফঃস্বল থানার বেলকুঁড়ি গ্রামে।

স্থানিয় ও পুলিশ সুত্রে জানা গেছে মৃতের নাম নীলকান্ত গােপ ( ৬০ )। খুনি ছেলের নাম পাপাই গােপ। সে মদ কেনার জন্য বাবার কাছ থেকে টাকা চায়। কিন্তু ছেলেকে মদ কেনার জন্য টাকা দিতে কিছুতেই রাজি হননি বৃদ্ধ পিতা। এতেই বেজায় চটে সবজি কাটার ছুরি দিয়ে প্রথমে গলায় পরে পেটে আঘাত করে ছেলে।

Advertisement

গুরুতর আহত অবস্থায় নীলকান্তকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।

Advertisement

Advertisement