• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গাড়িতে ঠিকাদারের গলাকাটা দেহ উদ্ধার

গলাকাটা অবস্থায় এক ঠিকাদারের মৃতদেহ উদ্ধার হল খড়গপুর লােকাল থাকার বুড়াম চলার কাছে ৬ নং জাতীয় সড়লে পাশ থেকে। মৃত ঠিকাদারের নাম অরবিন্দ সিংহ রায়।

গলাকাটা অবস্থায় এক ঠিকাদারের মৃতদেহ উদ্ধার হল খড়গপুর লােকাল থাকার বুড়াম চলার কাছে ৬ নং জাতীয় সড়লে পাশ থেকে। মৃত ঠিকাদারের নাম অরবিন্দ সিংহ রায় (৪৭)। বাড়ি শালবনী থানার চকতারিণী গ্রামে।

রবিবার দুপুর সাড়ে বারটা বাড়ি থেকে মেদিনীপুরে বিশেষ কাজে যাচ্ছি বলে বেরিয়ে যান অরবিন্দ। মােবাইল বাড়িতে ছেড়ে দিয়ে যান তিনি। রাত পৌনে একটা নাগাদ খবর পান গালকাটা অবস্থায় একজনের দেহ গতির মধ্যে পাওয়া গিয়েছে।

Advertisement

খড়গপুরে এসে ছেলের দেহ শনাক্ত করেন অরবিন্দ বাবুর বাবা রাম নারায়ণ সিংহ রায় । রামনারায়ণবাবু জানান, ঠিকাদারির ব্যবসায় ছেলের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে শক্রতা থাকতে পারে । পুলিশ তদন্ত শুরু করেছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছেলের ময়নাতদন্ত হয়।

Advertisement

Advertisement